March 10, 2018 | 4:05 pm
সারাবাংলা ডেস্ক
গ্রীষ্মের দলবদলে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় এসেছিলেন দুই ব্রাজিলিয়ান, পাওলিনহো আর ফিলিপ কুতিনহো। ক্যাম্প ন্যু’তে আসার চুক্তিটা এবার সেরে নিচ্ছেন আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। গ্রেমিও থেকে এবার তিনি যাচ্ছেন কাতালান শিবিরে।
২১ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে পেতে ৪০ মিলিয়ন ইউরো ব্যয় করবে বার্সা। ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেমিওর সভাপতি রমিলদো বলজান।
চুক্তি যে প্রায় শেষদিকে, তা আর বলার অপেক্ষা রাখলেন না গ্রেমিওর সভাপতি, ‘চুক্তির কাগজপত্র এখনো সই করা হয়নি, তবে একেবারে শেষদিকে আছে। আমি মনে করি, কাল বা পরশুদিনের মধ্যে হয়ে যাবে।’
তিনি আরো যোগ করেন, ‘চুক্তির আগে আইনি কিছু বিষয় খতিয়ে দেখতে হবে। এই বিষয়টি যত্ন নিয়ে দেখা দরকার। চূড়ান্ত পরিস্থিতির জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
চুক্তি শেষ হলে আগামী মৌসুমে মেসি-সুয়ারেজদের সঙ্গে খেলতে থাকা দুই ব্রাজিলিয়ানের সাথে হয়তো দেখা যেতে পারে এই মিডফিল্ডারকেও।
সারাবাংলা/এসএন