বিজ্ঞাপন

ঘুড়ির সঙ্গে উড়ছিল শিশু!

August 31, 2020 | 6:43 pm

বিচিত্রা ডেস্ক

তাইওয়ানে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে ভয়ঙ্কর এক ঘটনা দেখল দর্শনার্থীরা। রোববার (৩০ আগস্ট) ঘুড়ি উৎসবে হঠাৎ দেখা যায় তিন বছরের এক শিশুকন্যাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে ঘুড়ি।

বিজ্ঞাপন

তাইওয়ানের শিঞ্চু শহরে ঘুড়ি উৎসবে ঢাউস আকৃতির ঘুড়ির অভাব ছিল না। দারুণ সব ঘুড়ির নান্দনিকতা উপভোগ করছিলেন দর্শকরাও। সে সময় হঠাত তাদের চোখ আটকে এমন এক ঘুড়ির দিকে যার লেজে ঝুলে আছে এক শিশু। ঘুড়িটি এতই বড় ছিল যে, এটি উড়তে তিন বছরের শিশুর ওজন কোন বাধা হয়নি। এ ঘটনা দেখে সাথে সাথেই ভয়ে-আতঙ্কে চিৎকার করতে থাকেন দর্শনার্থীরা।

মাটি থেকে কয়েক মিটার উচ্চতায় প্রায় ৩০ সেকেন্ড ভাসছিল শিশুটি। ঘুড়িটি ভূমির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

শিঞ্চু শহরের মেয়র লিন শিন শেইন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এক সামাজিক মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে ঘুড়ি উৎসব স্থগিত করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখব, এরকমটা যাতে ভবিষ্যতে আর না হয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এর জন্য দায়ীদেরও চিহ্নিত করা হবে।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন