March 10, 2018 | 7:51 pm
সারাংলা ডেস্ক
স্প্যানিশ লা লিগায় এইবারের ঘরের মাঠে আতিথ্য নিয়েছিল রোনালদো-জিদানদের রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র’র শঙ্কা জেগেছিল। তবে, শেষ সময়ে নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে জেতানোর পাশাপাশি দলকে পূর্ণ তিন পয়েন্ট পাইয়ে দিয়েছেন রোনালদো।
এইবারের বিপক্ষে রিয়াল জিতেছে ২-১ গোলের ব্যবধানে।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল রিয়াল। রোনালদোর গোলে লিড নেয় জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় গোলটি করেন তিনি। তবে, বিরতির পর সমতায় ফেরে এইবার (১-১)। ম্যাচের ৫০ মিনিটের মাথায় গোলটি করেন স্বাগতিকদের তারকা রামিস।
এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি আতিথ্য নেওয়া রিয়াল। একাধিক মিসের কারণে ড্র করার শঙ্কা জেগেছিল। তবেম ম্যাচের ৮৪তম মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন রোনালদো। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই ম্যাচের পর আপাতত ২৭ ম্যাচে সর্বোচ্চ ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ। ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল।
সারাবাংলা্/এমআরপি