বিজ্ঞাপন

বনানীতে বাসচাপায় থেতলে গেল নারীর পা

September 4, 2020 | 9:12 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বনানী সৈনিক ক্লাবের সামনে বাস চাপায় আফরোজা বেগম (৫৮) নামের এক নারীর পা থেতলে গেছে। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে চাকরি করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বনানীর সৈনিক ক্লাব মোড়ে ঘটনাটি ঘটে।

পথচারী ও পুলিশ জানায়, বাস থেকে নামতেই বাসটি তার পায়ের ওপড় দিয়ে উঠে যায়। পরে ঘটনাস্থলে থাকা পথচারীরা পুলিশকে খবর দেয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার স্বজনরা পঙ্গু হাসপাতালে তাকে ভর্তি করে।

আহত নারীর ছেলে আলামিন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিউক্লিয়ার মেডিসিন বিভাগের টেকনিক্যাল অফিসার হিসেবে চাকরি করেন তার মা। তাদের বাড়ী নরসিংদী পলাশ উপজেলায়। সেখান থেকে একটি বাসে করে রাজধানীতে ক্যান্টনমেন্ট কচুক্ষেত নিজ বাসায় ফিরছিলেন আফরোজা বেগম। পরে বনানীতে সড়ক দুর্ঘটনায় তার মা আহত হন।

বিজ্ঞাপন

আলামিন আরও জানান, পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা বলেছে তার মায়ের থেতলে যাওয়া পা’টি রাখা সম্ভব হবে না।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম মিয়া বলেন, বনানী সৈনিক ক্লাব এর পশ্চিম পাশের রাস্তায় যে গাড়ি থেকে ওই নারী নামছিলেন সেটিই তার পায়ের ওপর দিয়ে উঠে যায়। এতে ডান পা ও ডান হাতে আঘাত লাগে। তবে পায়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে যায় বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন