বিজ্ঞাপন

বাংলাদেশকে গতিতে কাবু করতে চায় শ্রীলঙ্কা

September 6, 2020 | 7:53 pm

স্পোর্টস ডেস্ক

বিদেশি দলগুলোর জন্য ‘স্পিন ফাঁদ’ পাতা শ্রীলঙ্কার বহু পুরনো কৌশল। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। মুত্তিয়া মুরালিধরন বা রঙ্গনা হেরাথের মতো স্পিনার যখন দলে ছিলেন তখন স্পিন বান্ধব উইকেট ছাড়া অন্য কিছু চিন্তাও করতে হয়নি শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টকে। কিন্তু বর্তমান সময়টা তো ভিন্ন। মুরালি গত হয়েছেন অনেক বছর আগে। ২০১৮ সালে অবসর নিয়েছেন হেরাথও। শ্রীলঙ্কার বর্তমান দলে তেমন প্রতিশ্রুতিশীল কোন স্পিনারও নেই। ফলে বাংলাদেশের বিপক্ষে ভিন্নপথে হাঁটতে চাইছে শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

স্পিনিং উইকেট বানিয়ে স্পিন বিষে নীল করার পরিকল্পনা নয়, বাংলাদেশকে গতির ঝড়ে ঘায়েল করতে চায় দ্বীপ দেশটি। স্থানীয় ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ডকে তেমনটাই জানিয়ে রাখলেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার অশান্ত ডি মেল।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে পেস আক্রমণ দিয়েই হারাতে চাচ্ছি। এটা নিশ্চিত যে দলে স্পিনারের আধিক্য থাকবে না। আমাদের শক্তি এ মুহূর্তে পেস আক্রমণ। বাংলাদেশ দলে বেশ কিছু ভালো স্পিনার থাকবে। তবে পেস আক্রমণই আমাদের দলের শক্তি। আমরা আমাদের শক্তির পূর্ণ ব্যবহার করতে চাই।’

শ্রীলঙ্কা হয়তো উপযুক্ত সিদ্ধান্তটাই নিচ্ছে! হেরাথ যুগের পর দলটির স্পিন আক্রমণের চেয়ে পেস আক্রমণই বেশি শক্তিশালী। অনেকদিন ধরেই দারুণ বোলিং করে যাচ্ছেন অভিজ্ঞ সুরাঙ্গা লাকমাল। তার সঙ্গে লাহিরু কুমারার মতো দ্রুতগতির কিছু প্রতিশ্রুতিশীল পেসারও আছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজটা শুরু হবে অক্টোবরের ২৪ তারিখে। চলতি মাসের ২৩ তারিখে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা মুমিনুল হকের দলের। দ্বীপদেশটিতে পৌঁছে কোয়ারেন্টাইন, করোনাটেস্ট শেষে তিনটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। প্রস্তুতি ম্যাচ শেষে ক্যান্ডিতে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২৪ অক্টোবর। দ্বিতীয় ম্যাচটাও হবে ক্যান্ডিতে। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে।

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন