বিজ্ঞাপন

গ্রিড উপকেন্দ্রে আগুন, ময়মনসিংহ ব্ল্যাকআউট

September 8, 2020 | 6:16 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ময়মনসিংহ: ময়মনসিংহের কেউওয়াটখালি গ্রিড উপকেন্দ্রে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ বিদ্যুৎ পাওয়ার ডিভিশনের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সোয়া ১ টার দিকে কেওয়াটখালী গ্রিড উপকেন্দ্রে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে ৩টি ট্রান্সফরমার ছিল। তার মধ্যে একটি সম্পূর্ণ পুড়ে যায়। এখন ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোণাসহ ৪টি জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। তদন্ত করে ক্ষতির পরিমাণ জানা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিসি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন