বিজ্ঞাপন

মুম্বাই ফিরলেন কঙ্গনা, আদালতের নির্দেশে বন্ধ হল অফিস ভাঙা

September 9, 2020 | 4:18 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

সোমবার (৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে কঙ্গনা রানাওয়াত জানিয়েছিলেন, কোনও নোটিশ ছাড়াই সোমবার আচমকা বৃহন্মুম্বাই পৌরসভার কর্মকর্তারা তার অফিস পরিদর্শনে যান। সেখানে গিয়ে মাপঝোঁক করার পাশাপাশি তার অফিসের কর্মীদের হেনস্থাও করা হয়। শুধু দখল নয়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তা ভেঙ্গে গুঁড়িয়ে ফেলবে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। জানা গেছে, বৃহন্মুম্বাই পৌরসভার এই কর্মকাণ্ড রুখতে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন কঙ্গনা। তার রেশ ধরেই বুধবার (৯ সেপ্টেম্বর) মুম্বাই হাই কোর্টের পক্ষ থেকে কঙ্গনার অফিস ভাঙার কাজ বন্ধের জন্য বৃহন্মুম্বাই পৌরসভাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার সকালেই শিবসেনা শাসিত বৃহন্মুম্বাই পৌরসভার কর্মকর্তারা বুলডোজার নিয়ে হাজির হয় কঙ্গনার মুম্বাইয়ের বান্দ্রার অফিস বাংলোর সামনে। কঙ্গনার বিরুদ্ধে পৌরসভার অভিযোগ, তার অফিস ও বাসভবন অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে আইনি তথ্য-প্রমাণাদি দেখাতে না পারলে তা ধূলিস্যাৎ করে দেওয়া হবে। সেই অনুযায়ী সকাল ১১টার কিছু পরেই কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু হয়। যার জেরে পৌরসভার কাজে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে তড়িঘড়ি মুম্বাই হাই কোর্টে নিজের আইনজীবীকে পাঠিয়েছেন কঙ্গনা। অভিনেত্রীর আর্জির ভিত্তিতে বেশ তৎপরতার সঙ্গেই মামলার শুনানি শুরু হয় এবং এদিনই মামলার রায়ে বৃহন্মুম্বাই পৌরসভাকে কাজ বন্ধের নির্দেশ দিল মুম্বাই হাই কোর্ট। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বেলা ৩টায় আগামী শুনানি হবে। পাশাপাশি একটি রিপোর্ট ফাইলেরও নির্দেশ দেওয়া হয়েছে বৃহন্মুম্বাই পৌরসভাকে।

এদিকে এই সংঘাতের মধ্যেই মুম্বাই পৌঁছেছেন কঙ্গনা। ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, আজ (৯ সেপ্টেম্বর) কঙ্গনা মুম্বাই বিমানবন্দরে পৌঁছতেই উত্তেজনা শুরু হয়ে যায়। বিমানবন্দরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে শিবসেনার সমর্থকেরা। পাশাপাশি নায়িকার পক্ষ নিয়ে পাল্টা বিক্ষোভ দেখায় কারনি সেনা। আর এই বিক্ষোভের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তার মধ্য দিয়ে মুম্বাই এয়ারপোর্ট থেকে নিজের গাড়িতে ওঠেন নায়িকা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যাই হয়ে যাক ৯ সেপ্টেম্বরই মুম্বাই আসবেন বলে মহারাষ্ট্র রাজ্য সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন কঙ্গনা। আর সেই মতোই এদিন মুম্বাইতে এলেন তিনি। কঙ্গনা রানাওয়াতের মুম্বাইতে ফেরার কথা ঘোষণার পরই শিবসেনার পক্ষ থেকে আক্রমণ করা হয় তাকে। জানানো হয়, ক্ষমা চাওয়ার পরই মুম্বাইতে ঢুকতে দেওয়া হবে।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের বিভিন্ন দিক নিয়ে একের পর এক মন্তব্য করে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বলিউড ইন্ডাস্ট্রির পাশাপাশি সম্প্রতি মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধেও মন্তব্য করে বসলেন কঙ্গনা। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা মন্তব্য করেছিলেন মুম্বাই পুলিশের থেকে তিনি নিরাপত্তা চান না। অন্য আরেকটি পোস্টে লিখলেন, ‘মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের মতো মনে হচ্ছে?’

বিজ্ঞাপন

তার এসব মন্তব্যের জেরে শুক্রবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ক্ষোভের সাথে জানিয়ে দিয়েছেন যে, ‘কঙ্গনার কোনও অধিকার নেই মুম্বাইতে থাকার। ও যা মন্তব্য করেছে, তার ভিত্তিতে ওর বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়া যেতে পারে’। আর অনিল দেশমুখের এই মন্তব্যের পরই রণংদেহী কঙ্গনা ময়দানে নেমে হুংকার ছাড়েন যে, ‘মহারাষ্ট্র কারও বাবার নয়, ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক!’

মহারাস্ট্রের রাজনৈতিক দল শিবসেনার প্রতি ক্ষোভ প্রকাশ করে কঙ্গনা বললেন, ‘দেখছি অনেকেই আমাকে মুম্বাই না আসার জন্য হুমকি দিচ্ছেন। এই হুমকি শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি সামনের সপ্তাহেই আসব মুম্বাইতে। সেপ্টেম্বরের ৯ তারিখ আসছি। ফ্লাইট কখন ল্যান্ড করবে জানিয়ে দেব। কারও বাবার ক্ষমতা হলে আমাকে আটকে দেখাক!’

সারাবাংলা/এএসজি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন