বিজ্ঞাপন

কোভিড-১৯: বিশ্বজুড়ে ৯ মাসে ৯ লাখ মৃত্যু

September 10, 2020 | 10:52 am

আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ চলতি বছরের ৯ মাসে মৃত্যু ৯ লাখ ছাড়িয়ে গেছে। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।

বিজ্ঞাপন

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ৯ লাখ আট হাজার। একই সময়ে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে দুই কোটি ৮০ লাখ ২৫ হাজার ১৮১।

এদিকে, করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ লাখ ৪৯ হাজার ৪৭৫ জন। একই সময়ে যুক্তরাষত্রে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৯৫ হাজার ২৩৯ জনের।

পাশাপাশি, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। সর্বশেষ হিসাব অনুসারে দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৩ জন। একই সময়ে ভারতে ৭৫ হাজার ৯১ জনের করোনায় মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩১ হাজার ৭৮ জন। সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশে চার হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/একেএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন