বিজ্ঞাপন

দগ্ধদের খোঁজ নিতে হাসপাতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক

September 10, 2020 | 2:27 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদশর্ন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডা. জুলফিকার লেলিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন। এ সময় তিনি রোগীদের দেখেন ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের ডা. জুলফিকার লেলিন বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। রোগীদের অবস্থা জানার চেষ্টা করেছি। পোড়া রোগীদের চিকিৎসার জন্যই এই বার্ন ইনস্টিটিউটি করা হয়েছে। নারায়ণগঞ্জে মসজিদ যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এতে দগ্ধদের অধিকাংশের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব সাপোর্ট এই হাসপাতালের রয়েছে। প্রথম থেকেই প্রধানমন্ত্রী দগ্ধদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন। ওষুধ থেকে শুরু করে সবই কিছুই সরকারিভাবে ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। এবং সেই নির্দেশ অনুযায়ীই কাজ হচ্ছে।’

তিনি বলেন, ‘এখানে চিকিৎসা বা স্বাস্থ্যকর্মীর কোনো ঘাটতি রয়েছে কি না সেটি দেখার জন্যই এসেছি। তবে এরকম কোনো ঘাটতি দেখতে পাইনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা সবকিছুরই ব্যবস্থা করে দিচ্ছেন। রোগীর স্বজনদের আবেগের জায়গায় হয়তো কিছুটা সমস্যা রয়েছে। তারা তাদের রোগীকে দেখতে পারছে না, আইসিইউর ভিতরে ঢুকতে পারছেন না ‘

বিজ্ঞাপন

তিনি জানান, উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী সব তথ্য নিচ্ছেন। আরও যা যা প্রয়োজন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই চিকিৎসক বলেন, ‘এখানে চিকিৎসা ঘাটতি রয়েছে- এমন কোনো অভিযোগ পাইনি। এখান থেকে রোগীকে বাইরে নিয়ে চিকিৎসা করবে, এমন কোনো ব্যবস্থা নেই। বরং বাইরে থেকে রোগী এখানে আসবে। ইনফেকশনের ভয়ে রোগীদের কাছে বারবার স্বজনদের যেতে না দেওয়াতে বিভিন্ন অভিযোগ থাকতে পারে। তবে দিনে দুই একবার যাওয়ার সুযোগ দেন চিকিৎসকরা।’

ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। আর বাড়ি ফিরে গেছেন একজন। এছাড়া এখনও সাতজন ভর্তি রয়েছেন। এদের সবার আইসিইউতে চিকিৎসা চলছে। সবাই মেজর বার্ন। কেউ শঙ্কামুক্ত না। তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন