বিজ্ঞাপন

উৎপলকে ফিরে পেতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

December 10, 2017 | 4:24 pm

স্টাফ  করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

নিখোঁজের দুইমাস পরও সাংবাদিক উৎপলের খোঁজ না মেলায় উদ্বেগ প্রকাশ করেছেন আন্দোলনকারী সংগঠনের নেতা-কর্মীরা। অবিলম্বে উৎপলের সন্ধান না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন করে এই হুঁশিয়ারি দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতা-কর্মীরা।

মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমাদের উৎপল আজ দুই মাস ধরে নিখোঁজ। আমরা প্রতিদিন তার জন্য দাঁড়াচ্ছি, আমাদের একটাই দাবি, উৎপল দাসকে ফিরিয়ে দিন।

বিজ্ঞাপন

‘সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার দায়িত্ব অনেক, আপনি দায়িত্বহীনভাবে কাজ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে দ্রুত তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।’

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ বলেন, ‘আমরা উৎপলকে ফিরে পেতে চাই। এভাবে উৎপলকে আমরা হারাতে চাই না।’

‘সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও এজেন্সিগুলোর কাছে আমাদের অনুরোধ, উৎপলকে আমাদের কাছে ফিরিয়ে দিন।’

বিজ্ঞাপন

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক বলেন, ‘সাংবাদিক উৎপল দাসকে ফিরে পেতে আমরা দুই মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছি, কিন্তু এতে সরকার কর্ণপাতই করছে না।’

‘আমরা কঠোর কর্মসূচিতে যেতে চাই। প্রয়োজনে প্রতিদিন অন্তত এক ঘণ্টার জন্য হলেও জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় আমরা হরতাল পালন করব। প্রয়োজনে আইজিপির কার্যালয় ঘেরাও করব।’

সাংবাদিক উৎপল গত ১০ অক্টোবর মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।তিনি ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে। ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস। উৎপলের সন্ধান দাবিতে আন্দোলনে রয়েছে সাংবাদিক সংগঠনগুলো।

এমএমএইচ/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন