বিজ্ঞাপন

মাস্ক না পরলে পাঠিয়ে দেওয়া হচ্ছে কবরস্থানে!

September 16, 2020 | 2:44 pm

ফিচার ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরার গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রায় নিয়মিতই বলে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মাস্ক পরলে মুখ থেকে নির্গত ড্রপলেট দূরে ছড়ায় না। তাই করোনায় আক্রান্তের ঝুঁকি কমে। আর মাস্ক সংগ্রহ ও পরা খুব একটা কঠিন কাজও নয়। অল্প দামে সার্জিক্যাল মাস্কে এখন বাজার সয়লাব। এরপরেও যারা মাস্ক পরছেন না তারা অন্যদের জন্য মারাত্মক ঝুঁকি বিবেচনায় নানা কর্তৃপক্ষ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে। ইন্দোনেশিয়াও তাই।

বিজ্ঞাপন

দেশটিতে এখনও যাদের টনক নড়েনি এমন লোকদের স্থানীয় সরকার কর্তৃপক্ষ কবরে পাঠিয়ে দিচ্ছে! গেল ১১ সেপ্টেম্বর রাজধানী জাকার্তায় ঘটেছে এমন ঘটনা। মাস্ক পরতে রাজি না হওয়ায় ৮ জনকে স্থানীয় একটি কবরস্থানে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের কবর খোঁড়ার শ্রমদণ্ডে দণ্ডিত করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, এরা মাস্ক পরতে রাজি না হওয়ায় এমন দুর্দশা নেমে আসে তাদের ওপর।

এরকম শাস্তি কেন দেওয়া হলো এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকারের কর্মকর্তা সুইয়োনো স্থানীয় পত্রিকা ট্রিবিউন নিউজকে জানান, কবরস্থানগুলোতে কর্মীর অভাব। সে সময় ওই কবরস্থানে মাত্র তিন জন কর্মী ছিলো। এদিকে শয়ে শয়ে মৃতদেহ আসছে। তাই এদের কাজে লাগানো হয়েছে। তাছাড়া সারাদিন কবরস্থানে কাজ করলে মনে করোনার ভয় আসতে পারে তাদের।

তিনি জানান, প্রতিটি কবরে দু’জনকে নিয়োগ করা হয়েছে। একজন মাটি খুঁড়েন আর অন্যজন কাঠের বোর্ড স্থাপন করেন। মাস্ক যারা পরেননি তাদের কেউকেই মৃতদের অন্তেষ্টিক্রিয়ায় অংশ নিতে দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

তবে এমন শাস্তির বিরুদ্ধেও জোর কথা উঠেছে। অনেকের দাবি— এরকম কবরস্থানে পাঠানোর কারণে করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে।

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাসভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা! সব খবর...
বিজ্ঞাপন