বিজ্ঞাপন

‘খিচুড়ি রান্না শিখতে বিদেশ পাঠানোর প্রস্তাব হৈ চৈ’র মতো কিছু নয়’

September 16, 2020 | 3:18 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার ব্যবস্থাপনা দেখতে বিদেশে প্রশিক্ষণে পাঠানোর যে প্রস্তাব করা হয়েছে তা হৈ চৈ’র মতো কিছু নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ ব্রিফিং তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমি নিজে ভারতের কেরালায় বেশ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেছি। সেখানে শিশুদের জন্য কীভাবে খাবার রান্না ও পরিবেশন করা হয় তা দেখেছি।’ অভিজ্ঞতা নিয়ে কাজ করলে ভালো সুফল পাওয়া যায় বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বিদ্যালয়ে শিশুদের জন্য খিচুড়ি রান্না করা বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রস্তাব নিয়ে গণমাধ্যমসহ বিভিন্ন মহলে যে আলোচনার ঝড় বইছে তার সমালোচনা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন