বিজ্ঞাপন

ভিন্ন গ্রহ থেকে এসেছে রোনালদো: জিদান

March 11, 2018 | 4:23 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ফুটবল বিশ্বে ভিন্ন গ্রহের ফুটবলার বলা হয় লিওনেল মেসিকে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোও যে এমন সম্মান পাবেন তা নিশ্চয়ই ভাবেননি, তাও আবার জিনেদিন জিদানের কাছ থেকে।

শনিবার রাতের ম্যাচে এইবারের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে রিয়াল কোচ ‘ভিন্ন গ্রহের’ বলেই বসলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ তারকা রোনালদোকে।

শেষ সাত ম্যাচেই গোল পেয়েছেন রোনালদো। সিআরসেভেনের এই সাফল্যের পর জিদান বলেই বসলেন, ‘ভিন্ন গ্রহ থেকে এসেছে সে’।

বিজ্ঞাপন

রোনালদো যে অন্যদের চেয়ে আলাদা, সেটাও বলে দিলেন জিদান, ‘ইতিবাচক চিন্তা থাকে ওর (রোনালদো), সে জানে কিভাবে গোল করতে হয়। অন্যদের চাইতে আলাদা এবং অসাধারণ সে, ওর পরিসংখ্যানই তাই বলে।’

শনিবারের ম্যাচের পর এইবারের খেলোয়াড়দেরকে প্রতিযোগিতার দিক থেকে এগিয়ে রাখলেন রিয়াল কোচ। বললেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নিয়ে, ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ খেলেছে এইবার। ম্যাচের প্রথম ২৫ মিনিটে আমরা নিজেদেরই খুঁজছি।’

ম্যাচ জিততে যে সহজ হয়নি, সেটাও বললেন রিয়াল কোচ, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে, এই মৌসুমে এইবার অনেক ভালো খেলছে। বল ধরে রাখাও কঠিন হয়ে পড়ছিল। আগের তুলনায় এই ম্যাচে অনেক ভুলও হয়েছে আমাদের।’

বিজ্ঞাপন

‘মাঝে মাঝে ভালো খেলা হয়ে ওঠেনা। তবে ম্যাচে প্রতিযোগিতা থাকেই। তবে আমরা সেরা খেলেটা উপহার দিতে পারিনি, কিন্তু ক্রিশ্চিয়ানো জানে কি করতে হবে—অল্প সুযোগ থেকেও গোল করতে পারে।’

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠের বাইরে থাকা লুকা মদ্রিচ ফিরেছেন এই ম্যাচে। ম্যাচে ফিরেই ভালো খেলাটা উপহার দিয়েছে বললেন জিদান, ‘প্রায় তিন সপ্তাহ দলে ছিলনা লুকা, ম্যাচে ফিরেই ভালো খেলা উপহার দিলো সে। ম্যাচে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। দলের বিপদে ঠান্ডা মাথায় খেলে। এমনিতে পুরো ম্যাচ খেলেনা, কিন্তু এই ম্যাচে শেষ পর্যন্তই ভালোই খেলেছে।’

লা লিগায় বার্সেলোনার চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে টেবিলের ৩ নম্বরে আছে রিয়াল। এ প্রসঙ্গে জিদান বলেন, ‘সবসময় মনোযোগ রেখে খেলতে হবে। প্রত্যেক ম্যাচের ৩ পয়েন্ট করে ধরে রাখাটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন