বিজ্ঞাপন

অভিনব পদ্ধতিতে ‘আদিম’র জন্য তহবিল সংগ্রহ

September 18, 2020 | 1:29 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

নির্মাতা যুবরাজ শামীমের প্রথম চলচ্চিত্র ‘আদিম’। বেশ কয়েকদিন আগেই ছবিটির শুটিং শেষ করেছেন। গণ-অর্থায়নে নির্মিত ছবির পোস্ট প্রোডাকশনের কিছু কাজ এখন বাকি। সে কাজ শেষ করতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন যুবরাজ।

বিজ্ঞাপন

‘পুতুল’ নামে যুবরাজ শামীম একটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছেন। সেটি প্রদর্শিত হচ্ছে দেশিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম লাগভেলকিতে। স্বল্পদৈর্ঘ্যটি যারা দেখবে তারা ইচ্ছে মত অর্থ শুভেচ্ছা মূল্য হিসেবে দিতে পারবেন। ‘পুতুল’র শুভেচ্ছা মূল্য থেকে সংগ্রহিত অর্থ দিয়ে শেষ হবে ‘আদিম’র বাকি কাজ।

‘পুতুল’ নির্মাণ শুরু হয়েছিলো ২০১২ সালে। শেষ হয় ২০১৪ সালে। ২০১৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়। এ ছাড়া লন্ডন ও মিসরের দুটি উৎসবে প্রদর্শিত হয়েছে।

‘আদিম’ প্রসঙ্গে জানান, বর্তমানে শব্দ ও রঙের কাজ চলছে। সম্পাদনা ও শব্দে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-জয়ী সম্পাদক সুজন মাহমুদ করছেন শব্দ ও রঙের বিন্যাস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন