বিজ্ঞাপন

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৬ কর্মকর্তাসহ ৮ জন গ্রেফতার

September 19, 2020 | 1:11 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ থাকায় তিতাসের আটজনকে গ্রেফতার করেছে সিআইডি।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক।

তিনি বলেন, ‘সিআইডির একটি টিম অভিযান চালিয়ে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

গ্রেফতার হওয়ারা হলেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত এ ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মুসল্লিদের সাক্ষ্য নিল সিআইডি
মসজিদে বিস্ফোরণ: আরও সময় চেয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের মামলা সিআইডিতে
না.গঞ্জের মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৯
মসজিদে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ
মসজিদে বিস্ফোরণ: ৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক
মসজিদে বিস্ফোরণ: তিন সংস্থাকে জেলা প্রশাসনের চিঠি
মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
মসজিদে বিস্ফোরণ: ঘটনাস্থলে কাজ শুরু করেছে তিতাস গ্যাস কোম্পানি
মসজিদে বিস্ফোরণে গ্যাস সরবরাহ বন্ধ, দুর্ভোগে ২০ হাজার পরিবার

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন