বিজ্ঞাপন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য

September 19, 2020 | 4:04 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার কে এম নওশেরুজ্জামান। স্বাস্থ্যের অবনতি হওয়ায় বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

শারীরিক অসুস্থতাবোধ করলে করোনা পরীক্ষা করান নুরুজ্জামান। পরে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। গত ৭ সেপ্টেম্বর ঢাকার কল্যানপুরস্থ ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন।

পরদিন তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।

তার সুস্থতা কামনা করে এক বিজ্ঞপ্তিতে কাজী সালাউদ্দিন জানান, ‘কে এম নওশেরুজ্জামান-এর চিকিৎসার যাবতীয় খরচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বহন করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবেও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সুচিকিৎসাকল্পে সার্বক্ষণিক খোঁজ খবরও নেয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

কে এম নওশেরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ফায়ার সার্ভিস, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বাংলাদেশ ওয়াপদার হয়ে খেলেছেন। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মু্ক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। খেলেছেন জাতীয় ফুটবল দলেও।

সারাবাংলা/জেএইচ

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন