বিজ্ঞাপন

পিছিয়ে পড়েও ফাইনালে সিলেট ও রাজশাহী

March 11, 2018 | 7:29 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: চলছে যুব গেমসের দামামা। প্রথমবারের মতো বর্ণিল আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে বাংলাদেশ যুব গেমস। দেশব্যাপী বাছাইপর্বের পর এখন চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে আরও আগে। আজ যুব গেমসের ফুটবলের ফাইনালে পা রেখেছে সিলেট ও রাজশাহী।

ঢাকাকে গোল বন্যায় ভাসিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সিলেট। অন্যদিকে রংপুরকে হারিয়েছে সিলেটের প্রতিপক্ষ রাজশাহী।

কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুটি সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নেমে গায়ে গায়ে টক্কর দেয় সিলেট। ম্যাচের ‍এগিয়ে যায় অবশ্য ঢাকা। ইশারুলে গোলে ঢাকা এগিয়ে গেলে তার ছয় মিনিট পর রাজশাহীকে সমতায় ফেরায় হাবিবুর।

বিজ্ঞাপন

নির্ধারিত সময় ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই ম্যাচ বগলদাবা করে নেয় সিলেট। রাসেল করেন হ্যাটট্রিক। হাবিবও পেয়ে যান নিজের দ্বিতীয় গোল। ৫-১ এর বিশাল জয় পায় সিলেট।

দ্বিতীয় ম্যাচে রংপুরকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে রাজশাহী। ১৩ মিনিটে রংপুরকে এগিয়ে দেয় মিরাজুল। ৪৫ মিনিটে রাজশাহীকে সমতায় ফেরান সাকিব। পরে আরও একটি গোল করে জয় তুলে নেয় রাজশাহী।

দুই দলের ফাইনালটি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ১৪ তারিখ সকাল ১১টায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন