বিজ্ঞাপন

ব্লগার ওয়াশিকুর হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ডের দাবি রাষ্ট্রপক্ষের

September 21, 2020 | 5:25 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় ৫ আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপনে এ সাজা দাবি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন হাওলাদার।

বিজ্ঞাপন

এদিন রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। এরপর আসামিদের পক্ষে আব্দুর রশিদ মোল্লা, নজরুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করলে তা এখনও শেষ হয়নি। আগামী ২৪ সেপ্টেম্বর অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেন আদালত।

আসামিরা হলেন- জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান এবং সাইফুল ইসলাম ওরফে মানসুর। মামলাটিতে মাওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে তাহের ও সাইফুল ইসলাম ওরফে আকরা পলাতক রয়েছেন।

এর আগে, গত ২৫ আগস্ট মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ৪০ সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ীর দিপীকা মোড়ে ২০১৫ সালের ৩০ মার্চ ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পালানোর সময় দুই হামলাকারীকে আটক করে তৃতীয় লিঙ্গের লোকজন ও এলাকাবাসী। ওই ঘটনায় ওয়াশিকুর রহমানের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মশিউর রহমান।

সারাবাংলা/এআই/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন