বিজ্ঞাপন

কানাডার প্রবাসী সেজে প্রতারণা: কারাগারে সাদিয়া

September 21, 2020 | 6:21 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: কানাডা প্রবাসী পাত্রীর জন্য পাত্র চেয়ে ‘পত্রিকায় বিজ্ঞাপন’ দিয়ে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌসকে (৩৮) রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) দুই দিনের রিমান্ড শেষে সাদিয়াকে আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর শরীফুল ইসলাম শরীফ।

কানাডার প্রবাসী সেজে ৩০ কোটি টাকা আত্মসাৎ: সাদিয়া রিমান্ডে

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম আসামির রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সাদিয়া জান্নাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, গত ১১ বছর ধরে ‘কানাডার সিটিজেন ডিভোর্সি ও সন্তানহীন নারীর জন্য পাত্র চাই’ এমন বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিলেন সাদিয়া জান্নাত। নাজির উদ্দিন নামে এক ভুক্তভোগী গত ১৭ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা দায়ের করেন।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মামলা দায়েরের পর অভিযোগের ভিত্তিতে বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন