বিজ্ঞাপন

প্রবাসীদের জীবনের গল্প ‘অবদান’

September 24, 2020 | 1:49 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

সোলেমান মিয়া ১৫ বছর পর প্রবাস থেকে ছুটিতে গ্রামে আসেন। গ্রামে আসার পর তিনি উপলব্ধি করতে পারেন পরিবার , সমাজ , আত্নীয় স্বজনদের প্রতি তার অবদান কতটুকু । সমাজে সন্মান পেতে হলে  শুধু বয়স বাড়লেই হয় না তার সাথে প্রয়োজন মোটা অংকের টাকার। এমনই গল্পে ‘অবদান’ নির্মাণ করেছেন এস এম কামরুজ্জামান সাগর।

বিজ্ঞাপন

‘অবদান’র গল্প লিখেছেন পাপ্পু রাজ। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন সাইকা আহমেদ , মিষ্টি জাহান , শিবলী নওমান , সাজ্জাদ স্বপন, হাসি মন প্রমুখ।

ফজলুর রহমান বাবু নাটকটি প্রসঙ্গে বলেন , সাগরের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই , কেননা তার গল্প বাছাই খুব সুন্দর হয়। আর সেক্ষেত্রে পাপ্পু রাজ খুব চমৎকার ভাবে চিত্রনাট্য লিখেছে । এছাড়াও গুছানো একটি ইউনিটে কাজ করে , খুব ভাল লেগেছে আমার । নিঃসন্দেহে ভাল একটি কাজ হয়েছে।

কাহিনিচিত্রটি প্রযোজনা করেছেন ১৯৫২ এন্টারটেইনমেন্ট’র কর্ণধার সাজু মুনতাসির। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৫ মিনিটে ‘অবদান’ দেখানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন