বিজ্ঞাপন

কুড়িগ্রামে আবারও বন্যা, বিপদসীমার ওপরে ধরলা

September 25, 2020 | 10:11 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কুড়িগ্রাম: উজানের ভারী বৃষ্টিতে কুড়িগ্রামে আবারও পানি বৃদ্ধি পেয়ে নদ-নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে এসব এলাকার আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল।

বিজ্ঞাপন

পানি বাড়ার সাথে সাথে তীব্র হয়ে উঠেছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তার ভাঙন। পর পর ৫ম দফা বন্যায় নদী পাড়ের মানুষজন ফসল হারানোর পাশাপাশি ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে।

সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘এবছর বন্যায় নদী পাড়ের মানুষেরা খুবই কষ্টে দিনে পার করছে। পানি নেমে যাওয়ার পর মানুষজন যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই আবারও বন্যার পানি এসে ফসলসহ ঘর-বাড়িতে ঢুকে পড়ছে। এছাড়াও আমার ইউনিয়নের গত দুই সপ্তাহে শতাধিক ঘরবাড়ি ধরলা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।’

বিজ্ঞাপন

কুড়িগ্রামে আবারও বন্যা, বিপদসীমার ওপরে ধরলা

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, উজানে ভারী বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এ বন্যার পানি দীর্ঘস্থায়ী হবে না। দু’একদিনের মধ্যে পানি নেমে যাবে। আর এই মুহূর্তে যেসব এলাকায় ভাঙন শুরু হয়েছে সেসব এলাকায় জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকানো চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আশা করছি পানি কমে গেলে ভাঙনও কমে আসবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন