বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে নিহত ২, আহত ১

September 26, 2020 | 11:04 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দূর্লভপুর গ্রামে বজ্রপাতের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও একজন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাণীশংকৈল উপজেলার দূর্লভপুর গ্রামের তিশলা সাখাইখুড়া বিলে মাছ ধরতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. রনি (১০) উপজেলার দূর্লভপুর গ্রামের নাসিরুল ইসলামের ছেলে। আর মো. আলিম (১৯) একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

স্থানীয়রা জানান, রনি, আলিম ও রউফ তিশলা সাখাইখুড়া বিলে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই রনি ও আলিমের মৃত্যু হয়। অন্যদিকে রউফ আহত হন। রনির বাবা নাসিরুল গরুর ঘাষ কেটে নিয়ে বাসায় ফেরার সময় তাদের দেখতে পেয়ে চিৎকার করেন। পরে প্রতিবেশীরা এসে নিহতদের লাশ ও আহত আব্দুর রউফকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

আহত আ. রউফকে প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ জানান, রউফকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’জন ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছিল। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন