বিজ্ঞাপন

কম বয়সীরা ‍নিজ উদ্যোগেই কর দিচ্ছেন: ভ্যাট দিবসে অর্থমন্ত্রী

December 10, 2017 | 6:01 pm

সিনিয়র করেসপন্ডেন্ট 

বিজ্ঞাপন

যারা এখন নতুন কর দিচ্ছে, তাদের বেশির ভাগেরই বয়স ৪০ বছরের নিচে। দেশের এই যুব সমাজ মনে করে রাষ্ট্র তাদের জন্য কিছু করছে। তাই তারা নিজ উদ্যোগে কর দিচ্ছে। মূলত তরুণ সমাজই দেশকে এগিয়ে নিচ্ছে। রোববার আগারগাঁওয়ের এনবিআর ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ভ্যাট ট্যাক্সের মাধ্যমে অর্জিত করের কারণেই আজ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হচ্ছে। আর নিজেদের টাকায় পদ্মাসেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলেই বিদেশে বাংলাদেশের এতো সম্মান দেয়া হয়।

অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক বলেন, ইসিআর ব্যবহারে ব্যবসায়ীদের অনেক প্রশিক্ষণ দেয়া হলেও এখনো তারা এর পুরো ব্যবহার সম্পর্কে সচেতন নয়। তাই ব্যবসায়ীদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন

সবশেষে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান সমাপনি বক্তব্যে বলেন, আমরা এ বছর আরো অধিকতর নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করবো।

এদিকে, চলতি বছর সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯ প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে নরসিংদী গ্যাস ফিল্ড, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিঃ, এস সি জনসন প্রাঃ লিঃ, ইউনিমার্ট লিমিটেড, প্রিন্স বাজার লিঃ, ফাইবার এট হোম লিমিটেড, ওয়ার্ল্ড ওয়ান এভিয়েশন লিমিটেড ও মের্সার্স ব্যুরো ভেরিতাস লিঃ।

এছাড়া জেলা পর্যায়ে ভ্যাট প্রদানকারী হিসেবে একশোর অধিক প্রতিষ্ঠানকে পুরষ্কার দেয়া হবে। একই সাথে রাজস্ব আহরণে আবদান রাখায় প্রিন্ট, ইলেকট্রিক ও অন লাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীদেরও সম্মাননা জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে দিবসটি উপলক্ষে সকালে সেগুনবাগিচার এনবিআর ভবনের সামনে থেকে এক বণার্ঢ্য র‌্যালি বের হয়। এনবিআর চেয়ারম্যান বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন। সেখানে আলোচনায় অংশ নিয়ে শিল্পীরা কর আহরণে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ‘ভ্যাট দিচ্ছে জনগন, দেশের হচ্ছে উন্নয়ন’ প্রতিপাদ্যে সারা দেশে পালিত হয়েছে জাতীয় ভ্যাট দিবস। র‌্যালি ছাড়াও জেলা উপজেলা পর্যায়ে ছিল সভা সেমিনারের মতো অনুষ্ঠানও।

সারাবাংলা/ইএইচটি/জিআ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন