বিজ্ঞাপন

মাস্ক না পরায় চট্টগ্রামে ৫০ জনকে জরিমানা

September 28, 2020 | 7:55 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায় চট্টগ্রামে ৫০ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) নগরীর কোতোয়ালীর মোড়ে পরিচালত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। এসময় চার হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট উমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় মাস্ক পরে ঘর থেকে বের হবার সরকারি কঠোর নির্দেশনা আছে। কিন্তু সেটা অনেকেই মানছেন না। রাস্তাঘাটে, মার্কেট-শপিংমলে, যানবাহনে মাস্ক না পরেই চলাফেরা করছেন অনেকে। এজন্য মাস্কবিহীন ৫০ জনের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন