বিজ্ঞাপন

প্রবাসীদের এনআইডি কার্ডের ফি বিষয়ে আইন সংস্কার করবে ইসি

September 28, 2020 | 8:00 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের ক্ষেত্রে ফি নির্ধারণের বিষয়টি আইনে আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ফি নেওয়ার বিষয়টি আইনে না থাকলে আইন পরিবর্তনের বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ইসি।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে অনুষ্ঠিত ৭১তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত দেয় ইসি। সভা শেষে ইসি সচিব মো. আলমগীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সচিব মো. আলমগীর বলেন, ‘বিদেশে এনআইডি কার্ড করার ক্ষেত্রে ফি নির্ধারনের একটা অনুরোধ ছিল বিদেশি বাংলাদেশিদের। তারা বলছে, আমরা ফি দিতে রাজি আছি, তবে সেবাটা ভালো মানের হতে হবে। এটা নিয়ে নীতিগত সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়েছিল কমিশন সভায়।’

তিনি বলেন, ‘সভায় বলা হয়েছে, নীতিগত সিদ্ধান্ত নিতে হলে এটা আইনে থাকতে হবে। কমিশনে দেখতে বলা হয়েছে, আইনে এ ধরনের কিছু বলা আছে কি না। এনআইডি কার্ডের আইনে এ ধরনের ফি ধরার কোনো বিষয় আছে কি না। না থাকলে আইন পরিবর্তন করত হবে বা এ ধরনের কী আছে– এটার যে কমিটি আছে, সেটার মাধ্যমে ঠিক করতে বলেছে।’

বিজ্ঞাপন

ইসি সচিব আরও বলেন, ‘ফি নির্ধারণের বিষয়টি প্রস্তাব হিসেবে কমিশন সভায় যায় নাই। প্রাথমিক আলোচনার বিষয় হিসেবে সভায় উপস্থাপন করা হয়েছিল।’

সারাবাংলা/জিএস/এমআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন