বিজ্ঞাপন

দুই বছরের পুরস্কার দিল চারুনীড়ম

March 12, 2018 | 1:01 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

এক ঘণ্টার কাহিনীচিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে চরুনীড়ম। রোববার (১১ মার্চ) বিকালে চরুনীড়ম ঘোষণা করেছে ২০১৭ ও ২০১৮ সালে এক ঘণ্টার কাহিনীচিত্রের বিভিন্ন বিভাগের সেরাদের নাম।

প্রতিবারের মতো ১২টি বিভাগে দেয়া হয়েছে পুরস্কার। বিচারক হিসেবে ছিলেন সাইদুল আনাম টুটুল, মানজারে হাসিন মুরাদ ও গাজী রাকায়েত।

২০১৮ সালে সেরা কাহিনীচিত্র হয়েছে ‘গোল্ডেন এ প্লাস’। এই নাটকের জন্য পরিচালক আবু শাহেদ ইমন পেয়েছেন সেরা কাহিনীর পুরস্কার। ‘মায়া’ নাটকের জন্য মেসবাহ উদ্দিন সুমন হয়েছেন চিত্রনাট্যে সেরা।

বিজ্ঞাপন

সেরা পরিচালক গৌতম কৈরী, অভিনেতা আসাদুজ্জামান নূর ও অভিনেত্রী বিভাগে সেরা হয়েছেন দীপান্বিতা মার্টিন।

চিত্রকুসুম বিভাগে চারুনীড়ম পুরস্কৃত করে নতুনদেরকে। এবারের আয়োজনে অভিনয়ে শার্লিন ফারজানা ও পরিচালনায় নুহাশ হুমায়ূন পেয়েছেন পুরস্কার।

মেক-আপে খলিলুর রহমান, আবহ সংগীতে রাশেদ শহীদ শোয়েব, সম্পাদনায় বাশার জর্জিস ও চিত্রগ্রহণে নাজমুল হাসান হয়েছেন চারুনীড়মে সেরা।

বিজ্ঞাপন

২০১৭ সালের জন্য সেরা পরিচালক হয়েছেন গোলাম সোহরাব দোদুল, অভিনেতা তারিক আনাম খান ও অভিনেত্রী বিপাশা হায়াত।

বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বিচারকেরা।

সারাবাংলা/পিএ  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন