বিজ্ঞাপন

ধর্ষকের বিরুদ্ধে নতুন আইন চেয়ে আদালত প্রাঙ্গণে একলা আহসান

September 29, 2020 | 12:22 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বর্তমানে বাংলাদেশে প্রতিদিনই কোনো না কোনো জেলায় ধর্ষণের খবর আসছে। আইনের ফাঁকফোকর গলে আসামিরা কিছুদিন পরই জেল থেকে বের হয়ে আবার একই কাজ করছে। তাই ধর্ষণ রোধে নতুন আইনের দাবি জানিয়ে আদালতের সামনে দাঁড়িয়েছেন এক ব্যাক্তি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা জজ নতুন ভবনের সামনে সৈয়দ আহসান জালাল (৬০) নামের এক ব্যক্তি ধর্ষকের বিরুদ্ধে নতুন আইন চেয়ে ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। ব্যানারে লেখা রয়েছে, ‘ধর্ষকের যৌনাঙ্গ জনসম্মুখে কর্তনের আইন কর: অবলা নারীদের রক্ষা কর। বর্তমানে আইনে ধর্ষণ বন্ধ হবে না।’

সৈয়দ আহসান জালাল সারাবাংলাকে জানান, বর্তমানে বাংলাদেশে প্রতিদিনই ধর্ষণ/খুনের খবর আসছে। যারা ধর্ষণের শিকার তারা অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের নারী, কিশোরী অথবা শিশু। আইনের ফাঁকফোকর গলে আসামিরা কিছুদিন পরই জেল থেকে বের হয়ে আবার একই কাজ করছে। সমাজে প্রচলিত আইনে যে সাজা রয়েছে তাতে ধর্ষণ বন্ধ হবে না। এজন্য চাই নতুন (কঠোর) আইন। প্রতিদিন ধর্ষণের খবর দেখে একজন বিবেকবান মানুষ চুপ থাকতে পারে না।

আহসান বলেন, ‘যেভাবে ধর্ষণের সংখ্যা দিনদিন বাড়ছে, আপনি আমি আমাদের পরিবার কতটুকু নিরাপদ। এজন্য অনতিবিলম্বে আইনের পরিবর্তন করে নতুন আইন করার দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন