বিজ্ঞাপন

রাতে লন্ডন ডার্বি

September 29, 2020 | 5:35 pm

স্পোর্টস ডেস্ক

সপ্তাহখানেক যাবত সমর্থকদের দারুণ বিনোদন দিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। গত বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নসলিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ল্যাম্পার্ডের ছাত্ররা। দুদিন আগে আরেকটা চমক দেখাল পশ্চিম লন্ডনের ক্লাবটি। লিগ ম্যাচে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে ২৭ মিনিটেই ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল চেলসি। তবুও হারেনি, শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র করে মাঠ ছেড়েছে ক্লাবটি। ফর্মে থাকা চেলসি আজ মুখোমুখি হবে লন্ডনের আরেক ক্লাব টটেনহামের।

বিজ্ঞাপন

লিগ কাপের ম্যাচে মুখোমুখি হবে টটেনহাম-চেলসি। টটেনহামের মাঠে খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে। গত রোববার নিজেদের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জিততে না পারলেও নতুন মৌসুমে বেশ ছন্দে আছে টটেনহামও।

রিয়াল মাদ্রিদ থেকে টটেনহামে ফিরে যাওয়া গ্যারেথ বেল আজও খেলতে পারবেন না। হাঁটুর চোট থেকে সেরে উঠেননি ওয়ালস তারকা। তবে সেটা নিয়ে হয়তো খুব বেশি ভাবতে হচ্ছে না হোসে মরিনহোকে। দুর্দান্ত ফর্মে আছেন সন হিউং-মিন। কদিন আগে সাউদাম্পটনের বিপক্ষে একাই চার গোল করেছেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার। ফর্মে আছেন অধিনায়ক হ্যারি কেনও।

আজ ক্লান্তি নিয়ে আলাদা করে ভাবতে হতে পারে মরিনহো ও ল্যাম্পার্ডকে। সাত দিনের ব্যবধানে এ নিয়ে তৃতীয় ম্যাচ খেলতে নামছে চেলসি। টটেনহাম ছয় দিনের ব্যবধানে খেলতে নামবে তৃতীয় ম্যাচ। ভ্রমণের ধকল সয়ে করোনাভাইরাসের মধ্যে এতো ঘন ঘন ম্যাচ খেলতে নেমে পড়া নিশ্চয় কঠিন চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

এদিকে, পরিসংখ্যান কথা বলছে চেলসির হয়ে। দু’দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে মরিনহোর দল। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে ১৬৬ ম্যাচ খেলেছে চেলসি-টটেনহাম। তাতে চেলসির জয় ৭৭টি, লিভারপুলের ৫৪টি। বাকি ৪০ ম্যাচ ড্র হয়েছে।

সরাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন