বিজ্ঞাপন

ফুটবলে আর্থিক সংকট দূর করতে চান আতাউর রহমান মানিক

September 29, 2020 | 6:47 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা কয়েক বছরের হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) তিনি নতুন প্রার্থী। ৩ অক্টোবর অনুষ্ঠেয় বাফুফে নির্বাচন সহ-সভাপতি পদে প্রার্থী হওয়ার পরই আতাউর রহমান ভূইয়া মানিককে নিয়ে শুরু হয় আলোচনা। দেশের অন্যতম বৃহত্তর ব্যবসায়িক প্রতিষ্ঠান তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের নিজের স্বপ্নের কথা বলেন, ‘ফুটবল সংগঠক হিসেবে কয়েক বছরের অভিজ্ঞতায় আমার উপলব্ধি, বাংলাদেশ ফুটবল উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা আর্থিক সীমাবদ্ধতা। বাফুফের অনেক সুন্দর প্রকল্প ও পরিকল্পনা আর্থিক কারণে গতিশীল হয় না। এ সীমাবদ্ধতা দূরীকরণে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

মানিক বলেন, ‘আমি সহ-সভাপতি নির্বাচিত হলে বাফুফের আর্থিক সংকট দূর করার সর্বাত্মক চেষ্টা করব। ফুটবলারদের প্রশিক্ষণ, অনুশীলনে উন্নত প্রযুক্তি ও সুযোগ সুবিধা প্রদানের চেষ্টা করব।’

ফুটবলের আর্থিক সংকট দূর করে জাতীয় দলকে আস্তে আস্তে নিয়ে যেতে চান অনেক ওপরে। ধাপে ধাপে এগিয়ে হয়তো একদিন বিশ্বকাপের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেও বাংলাদেশ পা রাখবে বলে বিশ্বাস মানিকের।

২০১৩ সালে সভাপতি কাজী সালাহউদ্দিন বলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপ খেলতে চাই। সেই স্বপ্ন থেকে এখন বহু দূরে বাংলাদেশ। গত এক যুগে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলে সেমিফাইনালই খেলতে পারেনি লাল সবুজের দলটি। সালাউদ্দিনের মতো বিশ্বকাপ স্বপ্ন মানিকেরও। তবে তিনি কোনো সালকে লক্ষ্য হিসেবে নিতে চান না।

বিজ্ঞাপন

মানিকের মতে, ‘সঠিক পরিকল্পনা করে এগুলো কোনো একদিন হয়তো বিশ্বকাপেও খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে খেলতে হলে কাঠামো এবং বৃহৎ পরিকল্পনা দরকার। আমি তো আশা করতেই পারি। স্বপ্ন পূরণ করতে হয়তো অনেক বছর লাগবে। কিন্তু আপনাকে তো শুরু করতে হবে। পরিকল্পনা নিয়ে এগুতে হবে। আমরা যদি শুরু করতে পারি, তাহলে অন্য কেউ এসে সেটা শেষ করবে। স্বপ্ন তো দেখতেই পারি।’

গত এক যুগে একটা জিমও তৈরি করতে পারেননি সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের লড়াইয়ে থাকা মানিক মনে করছেন জিম করা কোনো ব্যাপারই না, ‘খুব শিগগিরই জিমনেশিয়াম তৈরি হবে। আমাদের ইশতেহারের মধ্যেও আছে। আমরা যদি নির্বাচনে জিততে পারি, তাহলে জিমের কাজটা দ্রুত শুরু করব।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়া ফুটবলের জন্য অত্যাধুনিক কোনো স্টেডিয়াম নেই। নির্বাচিত হলে স্টেডিয়াম করার প্রতিশ্রুতি দিয়েছেন মানিক, ‘প্রধানমন্ত্রী ফুটবলপ্রেমী। খেলা দেখতে মাঠে আসেন। নির্বাচনে জিততে পারলে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলব যেন স্টেডিয়াম তৈরি করতে সাহায্য করেন।’ আর নির্বাচনে জিতলে তৃণমূল ফুটবলে জোর দেওয়ার আশ্বাস সম্মিলিত পরিষদের এই সহ-সভাপতি প্রার্থীর, ‘জেলা ও বিভাগে লীগ চালু করতে হবে। আর যে ক্লাবগুলো আর্থিক সংকটের কারণে খেলতে পারছে না, তাদের পৃষ্ঠপোষকতা করব আমরা।’ নির্বাচনে জিতলে এসব প্রতিশ্রুতি পূরণ করার আশ্বাস দিয়েছেন; হারলেও ফুটবলের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মানিক।

সারাবাংলা/জেএইচ/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন