বিজ্ঞাপন

ধর্ষণ যেই করুক, কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

September 29, 2020 | 8:36 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে ধর্ষণ বেড়েছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সারাবিশ্বের দিকে তাকিয়ে থাকেন। কোন জায়গায় ধর্ষণ নেই? এমন কোনো দেশ নেই ধর্ষণ হয় না। আমাদের দেশে ধর্ষণকারীদের কিন্তু আমরা গ্রেফতার করছি একের পর এক। যেই করছে, কাউকে ছাড় দেওয়া হবে না।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমসি কলেজে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, আমরা ঘৃণা করি। তাদেরকে সারাদেশের মানুষ ঘৃণা করে। আমরা নিশ্চয়ই বিশ্বাস করি, আমরা যাদেরকে ধরেছি তদন্তের মাধ্যমে যদি তারা দোষী হয়, বিচার বিভাগ তাদের ধর্ষণের জন্য অবশ্যই সর্বোচ্চ শাস্তি দেবে।’

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে মাদকের ডোপ টেস্ট করা হবে কি না এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ‘আমরা অলরেডি পুলিশ বাহিনী এবং নিরাপত্তা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে; সারাদেশে কম্পলসারি করার জন্যই নর্দেশ দিয়েছি। কিছুদিনের মধ্যে সেটা বাস্তবায়ন হয়ে যাবে। আমাদের নিরাপত্তা বাহিনীতে আমরা কিন্তু এইটা মেনেই চলছি। রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমেই করা হচ্ছে। ডোপ টেস্ট কম্পলসারি করে দেওয়া হবে।’

‘শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে ভালোবাসেন। সারাদেশের মানুষ বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী যা বলেন তাই পালন করেন। তিনি যা স্বপ্ন দেখেন তাই বাস্তবায়ন করেন। দেশের উন্নয়নের জন্য তিনি যা করেছেন আমরা সেই জন্যই আজকে মাথা তুলে দাঁড়াতে পেরেছি। তার আগে বাংলাদেশে কি ছিল? খাদ্য ঘাটতির দেশ, বিদ্যুৎ ঘাটতির দেশ, স্বাস্থ্যখাতে হ-য-ব-র-ল দশা ছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের জনগণ যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও আওয়ামী লীগ সভাপতির নির্দেশনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেবল প্রধান অতিথি বক্তব্য রাখেন। দোয়া মাহফিল পরিচালনা করেন সূফী সুলতান আহমেদ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন