বিজ্ঞাপন

‘অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বাংলাদেশ’

September 30, 2020 | 3:41 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। সামনের দিনে ঢাকা-লন্ডন দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালি হবে। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় ব্রিটেন বাংলাদেশকে পাশে থেকে সহযোগিতা করবে।

বিজ্ঞাপন

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় কর্মরত কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাব টক এ মন্তব্য করেন।

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, ‘ভ্যাকসিন ট্রায়ালে না থাকলেও অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। করোনা ভ্যাকসিন উৎপাদনের পর তা সমানভাবে যাতে সবাই পায় সে বিষয়ে যুক্তরাজ্য খুবই মনোযোগী।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন বৈশ্বিক জলবায়ু ফোরাম সিভিএফ’র (ক্লাইমেট ভারনালেবল ফোরাম) নেতৃত্ব দিচ্ছে। আগামী বছর যুক্তরাজ্য জলবায়ু সংক্রান্ত কপ-২৬-এর নেতৃত্ব দেবে। জলবায়ু পরিবর্তনের ফলে যে কয়টি দেশ ক্ষতিগ্রস্ত তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই ব্রিটেন এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে।’

বিজ্ঞাপন

অর্থনৈতিক বিষয়ে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, ‘দুদেশর মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে আরও শক্তিশালি করতে ব্রিটেন আগ্রহী। ব্রিটেন হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় পোশাক রফতানির গন্তব্য। কাজেই এ বিষয়ে বাংলাদেশকে আরও সহযোগিতা করা হবে। ব্রিটেনের ব্যবসায়ীরাও বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায়। তাদের পণ্য বাংলাদেশে বিক্রি করতে চায়। এ বিষয়ে দুদেশের মধ্যে কাজ চলমান রয়েছে।’

সারাবাংলা/জেআইএ/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন