বিজ্ঞাপন

শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ৮২ সোনার বার উদ্ধার

October 1, 2020 | 11:58 am

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে তল্লাশি করে ৮২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক দাম পৌনে ৬ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওই যাত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর)  সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে ওই ব্যক্তিকে তল্লাশি করে এসব সোনার বার পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রোকসানা খাতুন।
আটক যাত্রী এনামুল কবিরের (৩৫) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
কাস্টমস কর্মকর্তা রোকসানা খাতুন সারাবাংলাকে জানান, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-১৪৮) ওই যাত্রীকে তল্লাশি করা হয়। তার শরীরে বাধা অবস্থায় ৮২ টি সোনার বার এবং অন্যান্য স্বর্ণালঙ্কার পাওয়া যায়।
উদ্ধার করা সোনার বারের ওজন ৯ কেজি ৫৯ গ্রাম। দাম ৫ কোটি ৭৬ লাখ টাকার মতো বলে জানিয়েছেন ওই কাস্টমস কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন