বিজ্ঞাপন

কোভিড-১৯: যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় রেকর্ড ১২ হাজার আক্রান্ত

October 4, 2020 | 1:36 pm

আন্তর্জাতিক ডেস্ক

গণহারে কোভিড-১৯ পরীক্ষা শুরু করার পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। খবর বিবিসি।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

তবে, হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে প্রতিবেদন দিতে দেরি হওয়াকে দায় দিয়েছে যুক্তরাজ্য সরকার। আসছে দিনগুলোর শনাক্তের সংখ্যার সঙ্গেও আরও অতিরিক্ত রোগী যুক্ত হতে পারে বলে জানিয়েছে তারা।

এ ব্যাপারে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, কারিগরি সমস্যার কারণে নতুন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা প্রকাশে দেরি হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সময়কালের কিছু অতিরিক্ত কেস নতুন শনাক্ত হওয়া কেসগুলোর সঙ্গে যুক্ত হবে, এর ফলে ঘোষিত রোগীর সংখ্যা আরও বাড়বে বলে সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে।

সরকার ঘোষিত শনিবারের দৈনিক সংক্রমণ ১২ হাজার ৮৭২, আগের দিন শুক্রবারের ছয় হাজার ৯৬৮ জনের প্রায় দ্বিগুণ।

এর আগে, একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছিল মঙ্গলবার সাত হাজার ১৪৩ জন।

বিজ্ঞাপন

অন্যদিকে, সরকারি সূত্র জানিয়েছে, শনিবার দেশটিতে দুই লাখ ৬৪ হাজার ৯৭৯ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টা সময় বিবেচনায় এটি যুক্তরাজ্যে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা। এ কারণেও শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রসঙ্গত, শনিবার পর্যন্ত যুক্তরাজ্যে মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৮০ হাজার ১৭ জনে। এছাড়াও, দেশটিতে করোনাভাইরাস মহামারিতে এ পর্যন্ত ৪২ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন