বিজ্ঞাপন

এলএনজি’র মূল্য পুনর্বিবেচনা করতে কাতারকে অনুরোধ

October 5, 2020 | 8:40 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস মহামারিতে আমদানি করা এলএনজি’র মূল্য পুনর্বিবেচনা করতে কাতার সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি’র সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ অনুরোধ জানানো হয়। এসময় কাতার এলএনজিসহ জ্বালানির অন্যান্য উপখাতে বাংলাদেশে কাজ করতে চায় বলে উল্লেখ করেন দেশটির জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। এর বাইরে তারা পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কাতারকে অন্যতম বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে বলেন, কাতারের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরও বাড়ানো যেতে পারে। জ্বালানি খাতেও সহযোগিতার আরও অনেক ক্ষেত্র আছে, যা অন্বেষণ করতে পারলে উভয় দেশই লাভবান হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন