বিজ্ঞাপন

আইপিএলে তারুণ্যের জয়গান চলছেই

October 10, 2020 | 12:34 pm

স্পোর্টস ডেস্ক

আইপিএলের প্রতি আসরে খেললেও এখনো স্বপ্নের শিরোপাটা জিততে পারেনি দিল্লির ফ্র্যাঞ্চাইজি। ফাইনাল পর্যন্তও যেতে পারেনি তারা। শিরোপাক্ষরা ঘুচাতে কয়েক মৌসুম ধরে তারুণ্য নির্ভর দল গড়ছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার তরুণদের হাত ধরে দিল্লি স্বপ্নের শিরোপা ছুতে পারে কিনা সেটাই দেখার। এখন পর্যন্ত কিন্তু দুর্দান্তই খেলছে তারুণ্যনির্ভর দিল্লি।

বিজ্ঞাপন

গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে পঞ্চম জয় তুলে নিয়েছে দিল্লি। দলে বড় কোনো তারকা নেই। তবে টি-টোয়েন্টিতে কার্যকর এমন বেশ কয়েকজন ক্রিকেটার আছেন দিল্লিতে। অধিনায়ক শ্রেয়াস আয়ার, ঋষভ পন্ট গত বছরও দিল্লির হয়ে দারুণ খেলেছিলেন। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেক তরুণ পৃথ্বী শ। ওদিকে বোলিংয়ে প্রতি ম্যাচেই ভয়ঙ্কর হয়ে উঠছেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ান তরুণ মার্কাস স্টয়নিসও বেশ ধারাবাহিক। দিল্লির দুর্বার গতিতে ছুটে চলার মূলমন্ত্র এসবই।

কাল রাজস্থানের বিপক্ষে পৃথ্বী শ, শ্রেয়াস আয়ার বড় ইনিংস না পেলেও মাঝের ওভারগুলোতে ঝড় তুললেন ক্যারিবিয়ান তরুণ শিমরন হেটমায়ার। তাকে ভালো সঙ্গ দিয়েছেন স্টয়নিস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে দিল্লি। হেটমায়ার ১ চার ৫ ছয়ে ৪৫ রান করেছেন মাত্র ২৪ বল খেলে। স্টয়নিস ৩৯, শ্রেয়াস ২২ রান করেছেন। রাজস্থানের হয়ে জোফরা আর্চার ২৪ রানে নিয়েছেন তিন উইকেট।

পরে শুরুতেই জস বাটলারকে তুলে নিয়ে রাজস্থানকে প্রথম ধাক্কাটা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে রাজস্থানকে আর চড়াও হতে দেননি দিল্লির তরুণ বোলার রাবাদা, আনরিখ নর্তিয়ে, মার্কাস স্টয়নিসরা। রাজস্থানের পক্ষে বড় ইনিংস খেলতে পারেননি কেউই।

বিজ্ঞাপন

রাহুল তেওয়াতিয়া সর্বোচ্চ ৩৮ রান করেছেন ২৮ বল খেলে। ইয়াশভি জয়সওয়াল ৩৪ করেছেন ৩৬ বল খেলে। এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল স্টিভেন স্মিথ (২৪) ও বাটলার (১৩)। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে গেছে রাজস্থান। রাবাদা ৩৫ রানে তিন উইকেট নিয়েছেন। অশ্বিন, স্টয়নিস নিয়েছেন দুটি করে উইকেট।

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন