বিজ্ঞাপন

ডিপিএল নিয়ে সুসংবাদ দিলেন বিসিবি সভাপতি

October 11, 2020 | 9:13 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

সপ্তাহ খানেক আগেও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। কিন্তু সেবার ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কোনো সুসংবাদ তিনি দিতে পারেননি। তবে সপ্তাহবাদে আবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুসংবাদটি ঠিকই দিলেন। বললেন, ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন সম্ভব।

বিজ্ঞাপন

করোনার দাপটে সেই মার্চে প্রথম রাউন্ড শেষে স্থগিত হয়ে যাওয়া ১২ দলের ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরাতে বিসিবি’র চেষ্টার কমতি কখনোই ছিল না। কিন্তু এতগুলো দলের এত বিপুল সংখ্যক প্লেয়ারের সুরক্ষার বিষয়টি যখনই ভেবেছেন তখনই পিছু হঠতে হয়েছে। তবে সম্প্রতি করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় লিগ ফেরাতে আশাবাদী হয়ে উঠেছে টাইগার ক্রিকেট প্রশাসন।

রোববার (১১ অক্টোবর) সংবাদমাধ্যমকে এতথ্য দিলেন খোদ বিসিবি সভাপতি নিজেই।

তিনি বললেন, ‘দুই সপ্তাহ আগে আমি একটি প্রস্তাব দিয়েছিলাম। আজকে সুজন (খালেদ মাহমুদ) তো বললো এটা সম্ভব। আমরা আগেই একটি পরিকল্পনা দিয়ে গিয়েছিলাম। ও আজকে নিশ্চিত করে বলল এটা সম্ভব। তারপরে বিস্তারিত কিন্তু আমি দেখিনি। সম্ভব তো বললে হবে না। আমার কাছে দেখাতে হবে কিভাবে সম্ভব। তবে ও যখন বলেছে সম্ভব আমি নিশ্চিত যে এটা করা যেতে পারে। আমার ধারণা আমরা করতে পারব। এইটুকু ভরসা ওর ওপরে আছে।’

বিজ্ঞাপন

লিগ মাঠে গড়ানোর লক্ষ্যে বিসিবি এমন একটি জায়গা খুঁজছে যেখানে প্লেয়ারদের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করে তাদের আবাসনের ব্যবস্থাও করা যায় এবং সেখানে খেলাও পরিচালনা করা যায়। আর এই বিবেচনায় তাদের কাছে অগ্রাধীকার পাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি।

‘আমাদের প্রধান সমস্যা হচ্ছে প্লেয়ারদের এক জায়গায় রেখে জৈব সুরক্ষা বলয় তৈরি করা এবং ওই পরিবেশের মধ্যে কেউ ঢুকতে পারবে না, বেরুতে পারবে না। ওই জায়গায় রেখে ওদের থাকা, খাওয়া, অনুশীলন শেষ করা…হোটেলে রাখা। এদিকে থেকে বিকেএসপি খুবই ভালো অপশন। ‍ওদেরকে আমি যে দুটো অপশনের কথা বলেছি এর মধ্যে একটা বিকেএসপি। এখন দেখতে হবে ওটা খালি আছে কিনা ওখানে প্লেয়ার রাখা যাবে কিনা। ওখানে একসঙ্গে তিনটা মাঠে খেলা যাবে আশা করি। আমাদের তো তিনটা মাঠই লাগে।’

কবে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ? না, এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর বিসিবি বস দিতে পারেননি। ‘কবে শুরু হবে বলা মুশকিল। এই তিন দলের ওয়ানডে সিরিজটা যদি আমরা সফলভাবে করতে পারি, টি-টোয়েন্টি লিগটা করতে পারি তারপরে এটা। এরপর আর দেরি করার কোনো কারণ নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরকল্পনা চাকমা অপহরণ মামলা ২৮ বছর পর খারিজব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাস সব খবর...
বিজ্ঞাপন