বিজ্ঞাপন

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত

October 16, 2020 | 9:07 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

যশোর: যশোরের অভয়নগরে ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার নওয়াপাড়া ভৈরবব্রিজ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সকলেই প্রাইভেটকারের যাত্রী। দুর্ঘটনায় একটি পরিবারের স্বামী-স্ত্রী-সন্তানসহ অপর একজন ব্যক্তি মারা যান।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরবব্রিজ থেকে একটি প্রাইভেটকার যশোর-খুলনা মহসড়কের দিকে যাওয়ার সময় খুলনাগামী ট্রেন মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন দু’জন। আহত অপর তিনজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর এক শিশু ও অপর একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম জানান, নড়াইলের বাসিন্দা ইঞ্জিনিয়ার হিরক, তার স্ত্রী-শিশুকন্যা ও  হিরকের বন্ধু আশরাফুল মারা গেছেন। অভয়নগরের এলবি টাওয়ারে চিকিৎসক দেখানোর জন্য আসছিলেন তারা। পথে এই দুর্ঘটনার শিকার হন। নিহতদের ব্যাপারে জানতে নড়াইলে খবর দেয়া হয়েছে। স্বজনরা আসলে অন্যদের পরিচয় জানা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিসি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন