বিজ্ঞাপন

চলে গেলেন উপমহাদেশের প্রখ্যাত আবৃত্তিকার প্রদীপ ঘোষ

October 17, 2020 | 4:49 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন উপমহাদেশের প্রখ্যাত বাচিকশিল্পী ও আবৃত্তিকার প্রদীপ ঘোষ। শুক্রবার ভোর ছ’টা নাগাদ নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমে প্রদীপ ঘোষের মেয়ে পৃথা জানিয়েছেন, গত সাত দিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ এই শিল্পী। প্রথম দুই দিন গায়ে জ্বর থাকলেও শেষ পাঁচদিন তার শরীরে করোনার কোনও উপসর্গ ছিল না। দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নিজের বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ মেনে চলছিলেন প্রদীপ ঘোষ। শুক্রবার সকালে সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে কোভিড বিধি মেনেই শিল্পীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

আবৃত্তি শিল্পের জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন প্রদীপ ঘোষ। কাজী নজরুল ইসলামের পুত্র কাজী সব্যসাচীর সঙ্গে একই মঞ্চে বহু কবিতা পাঠ করেছেন তিনি। ২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে কাজী সব্যসাচী পুরস্কার প্রদান করে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন