বিজ্ঞাপন

ধাওয়ানের সেঞ্চুরি, জিতেই চলেছে দিল্লি

October 18, 2020 | 3:40 am

স্পোর্টস ডেস্ক

দল একটার পর একটা ম্যাচ জিতলেও শিখর ধাওয়ানকে নিয়ে চিন্তাতেই পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালের টিম ম্যানেজমেন্ট। রান পাচ্ছিলেন না ভারতীয় ওপেনার। প্রথম ছয় ম্যাচে ধাওয়ানের সর্বোচ্চ স্কোর ছিল ৩৫। তবে বাঁহাতি ক্রিকেটার ঘুরে দাঁড়িয়েছেন দুর্দান্তভাবে। আগের দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করা ধাওয়ান আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তুলে নিয়েছেন চলতি আইপিএলের তৃতীয় সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে চেন্নাইকে পাঁচ উইকেটে হারিয়েছে উড়তে থাকা দিল্লি।

বিজ্ঞাপন

নয় ম্যাচে তারুণনির্ভর দিল্লির এটা সপ্তম জয়। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত হলো শ্রেয়াস আয়ারের দলের। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের অবস্থা ঠিক উল্টো। নয় ম্যাচে আজ ষষ্ঠ হারের সাক্ষি হলো মহেন্দ্র সিং ধোনির দল। আট দলের প্রতিযোগিতায় চেন্নাই আছে ছয় নম্বরে।

জয়ের জন্য মরিয়া চেন্নাই আজ দলে বড় পরিবর্তন এনেছিল। ফাফ ডু প্লেসির সঙ্গে ওপেনিংয়ে স্যাম কুরানকে পাঠায় দলটি। সফল হতে পারেননি ইংলিশ ক্রিকেটার, ফিরেছেন শূন্য রানেই। তবে ডু প্লেসি, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজারা রান পেয়েছেন। যাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকটে হারিয়ে ১৭৯ রানের সংগ্রহ গড়ে চেন্নাই।

ডু প্লেসি ৪৭ বলে ৬টি চার ২টি ছয়ে ৫৮ রান করেছেন। রাইডু চারে নেমে ২৫ বলে ১ চার ৪ ছক্কায় ৪৫ রান ও রবীন্দ্র জাদেজা ১৩ বলে ৪টি ছক্কার সাহায্যে ৩৩ রান করেন।

বিজ্ঞাপন

পরে জবাব দিতে নেমে আজও ব্যর্থ হয়েছেন দিল্লির তরুণ ওপেনার পৃথ্বী শ। তিনে নেমে রান পাননি অজিঙ্কা রাহানেও (৩)। তবে বাকিদের নিয়ে শিখর ধাওয়ান দুর্দান্ত ব্যাটিং করেছেন। দিল্লির জয় নিশ্চিত হওয়ার সময় ৫৮ বল খেলে ১৪টি চার ১টি ছয়ে ১০১ রান করে অপরাজিত ছিলেন ধাওয়ান।

১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৮৫ রান তুলে ফেলে দিল্লি। অধিনায়ক শ্রেয়াস আয়ার ২৩ বলে ২৩, মার্কাস স্টয়নিস ১৪ বলে ২৪ ও অক্ষর প্যাটেল ৫ বলে তিন ছয়ে ২১ রান করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন