বিজ্ঞাপন

চীনের আকাশে একসঙ্গে তিন সূর্য!

October 19, 2020 | 4:29 pm

বিচিত্রা ডেস্ক

একই আকাশে তিন সূর্য, যেন কল্পবিজ্ঞানের গল্পের বর্ণনা। তবে এবার তা মোটেও কল্পবিজ্ঞান নয়, বাস্তবে চীনের আকাশে দেখা গেলো একসঙ্গে জ্বলজ্বল করছে তিন সূর্য।

বিজ্ঞাপন

চীনের মোহে শহরের বাসিন্দারা এমন ঘটনার সাক্ষী হলেন। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা চীনের মোহে শহরের আকাশে তিন সূর্য দেখে চমকে যান বাসিন্দারা। চমকে গেলেও ওই ঘটনাকে বাসিন্দারা ক্যামেরাবন্দী করতে মোটেও ভুলে যাননি। আর সেসব ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন ঘটনাটি অলৌকিক কোনো বিষয় নয়। বিজ্ঞানেই রয়েছে এর ব্যাখ্যা। দৃষ্টিভ্রমের কারণেই এমনটা মনে হয়। তিন সূর্যের মাঝখানের সূর্যটাই আসল সূর্য। ফলে মূলত একটি সূর্যই আমরা দেখি আর পাশের দুই সূর্য হলো তার প্রতিফলন। সূর্যের আলোর প্রতিফলনে আলাদা দুটি আলোকবিন্দু তৈরি হওয়ার এ ঘটনাকে বলা হয় সান ডগ। মূলত বায়ুমণ্ডলে মেঘের মধ্যে থাকা বরফে সূর্যের আলোর প্রতিফলিত হলেই আকাশে আরও আলোকবিন্দু তৈরি হয়। আর খালি চোখে দেখে মনে হয় যেন আরও কয়েকটি সূর্য। সূত্র টাইমসনিউজনাও।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন