বিজ্ঞাপন

জয়পুরহাটের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

October 20, 2020 | 3:35 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

জয়পুরহাট: জয়পুরহাটে বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, গুলি ম্যাগাজিনসহ আব্দুর রশীদ নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার ভোরে জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগাজিন ৫ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

আটক অস্ত্র ব্যবসায়ী আব্দুর রশীদ পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটককৃত অস্ত্র ব্যবসায়ী আব্দুর রশীদ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করেছেন। রতনপুর এলাকায় অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পিস্তল, ওয়ান শুটারগান,গুলি ম্যাগাজিনসহ তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিসি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন