বিজ্ঞাপন

এখনও পাওয়া যায়নি হিয়াকে, গৃহকর্মী আটক

March 13, 2018 | 12:10 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : ইউএস বাংলার বিধ্বস্ত বিএস-২১১ ফ্লাইটের কেবিন ক্রু নাবিলার  দুই বছর বয়সী মেয়ে হিয়াকে এখনো পাওয়া যায়নি। তবে তাদের বাড়ির গৃহকর্মী রুনাকে আটক করেছে পুলিশ।

হিয়ার চাচি ফাতেমা হোসেন সারাবাংলাকে বলেন, আমরা এখনো হিয়াকে পাইনি। তবে পুলিশ বুয়াকে আটক করেছে বলে জেনেছি।

এদিকে তদন্তকারী কর্মকর্তা উত্তরা প‌শ্চিম থানার উপ-প‌রিদর্শক (এসআই) মো. আরিফুজ্জামান জানিয়েছেন, তারা গৃহকর্মীকে নিয়ে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালাচ্ছে। এখনও হিয়াকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ‌সোমবার দুপু‌রে রাজধানীর উত্তরা থে‌কে শিশু‌ হিয়া‌কে তার দা‌দি ও চা‌চি আন‌তে গে‌লে সেখা‌নে বাসা খা‌লি পাওয়া যায়।

‌হিয়ার স্বজন সাইফু‌দ্দিন বিপ্লব সারাবাংলা‌কে জানান, হিয়ার বাবা দে‌শের বা‌ইরে থাকায় না‌বিলা ওই গৃহকর্মীর কা‌ছে শিশু‌টিকে রে‌খে ফ্লাইটে যেতেন। নেপা‌লের ত্রিভুবন এয়ার‌পোর্টে দুর্ঘটনার খবর পাওয়ার পর দা‌দি ও চা‌চি হিয়া‌কে আন‌তে গে‌লে বাসা‌টি খা‌লি পান। প‌রে উত্তরা প‌শ্চিম থানায় এক‌টি সাধারণ ডা‌য়ে‌রি (জি‌ডি) করা হয়।

সারাবাংলা/এসআর/একে

বিজ্ঞাপন

আরও পড়ুন

উএস বাংলার বিধ্বস্ত বিমা‌নের ক্রুর কন্যা অপহৃত

ক্যাপ্টেন আবিদ সুলতান মারা গেছে

নেপালের পথে স্বজনরা

বিজ্ঞাপন

ইউএস বাংলার বিধ্বস্ত বিমা‌নের ক্রুর কন্যা অপহৃত

‘০২’ আর ‘২০’র দ্বিধায় গেল ৫০ প্রাণ!

নেপালের বিমানবন্দরে ৭০টির বেশি দুর্ঘটনা

৯ বাংলাদেশি বেঁচে আছেন, নিহত ২৪

প্রয়োজনে বিদেশি তদন্ত, সারাবাংলাকে ইউএস-বাংলার এমডি

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

শোক জানিয়েছে ট্রাইব্যুনাল

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন