বিজ্ঞাপন

সাইফউদ্দিনের ৫ উইকেট, তামিমদের প্রয়োজন ১৬৬

October 21, 2020 | 7:46 pm

স্পোর্টস ডেস্ক

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই তামিম একাদশের। এই সমীকরণে খেলতে নেমে ১৬৬ রানের টার্গেট পেয়েছে তামিমের দল। তবে রানটা করতে হবে ৪১ ওভারে। বৃষ্টির কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচটার দৈর্ঘ্য নেমে এসেছে ৪১ ওভারে। তাতে ১৬৫ রানের সংগ্রহ গড়েছে প্রথমে ব্যাটিং করতে নামা নাজমুল একাদশ।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আজ ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টে এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামার ঘটনা কমই ঘটেছে। ভিন্ন পথে এগিয়েও শুরুতে শান্তদের ব্যাটিংয়ে দুর্দশা কিন্তু ঘোচেনি।

টপ অর্ডার আজও ব্যর্থ হয়েছে। ২৫ রানে ফিরে যান প্রথম তিন ব্যাটসম্যান পারভেজ হাসান ইমন (১০), সৌম্য সরকার (৯) ও নাজমুল হোসেন শান্ত (৫)। তবে গত ম্যাচের মতো এই ম্যাচেও তারপর এসে প্রতিরোধ গড়ে তুললেন মুশফিকুর রহিম ও তরুণ আফিফ হোসেন ধ্রুব। নাজমুল একাদশ বলার মতো একটা স্কোর দাঁড় করাতে পেরেছে মুশফিক-আফিফের সেই জুটির কল্যাণেই।

শুরুর ধাক্কা সামলে মুশফিক-আফিফ যখন উইকেটে জমে গিয়েছিলেন তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকল প্রায় তিন ঘণ্টা। নাজমুলদের স্কোর তখন ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান। বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য নির্ধারন করা হয় ৪১ ওভার। সেট হওয়া মুশফিক-আফিফ বৃষ্টির পরেও সাবলীল খেলেছেন।

বিজ্ঞাপন

বৃষ্টির আগে পরে মিলিয়ে দুজনের জুটি ছিল ৯০ রানের। মুশফিক ৭৫ বলে ৩ চার ১ ছয়ে ৫১ রান করে ফিরলে দুজনের জুটি ভাঙে দলীয় ১১৫ রানের মাথায়। তখন ইনিংসের ২৯তম ওভারের খেলা চলছিল। অর্থাৎ বাকি ছিল আরও দশ ওভারের বেশি। সে হিসেবে স্কোর দুইশ পেরুনোর ভালো সম্ভাবনাই ছিল। সেটা হলো না সাইফউদ্দিনের আগুন ঝড়ানোর বোলিংয়ের কারণে। মিডল অর্ডারে মুশফিকুর, তৌহিদ হৃদয়কে ফেরানো সাইফ নাজমুল একাদশের শেষটা একাই মুড়িয়ে দিয়েছেন।

শেষ পর্যন্ত ৩৯.৩ ওভারে ১৬৫ রানে গুটিয়ে গেছে নাজমুল একাদশ। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ করেছেন আফিফ হোসেন ধ্রুব। সাইফুদ্দিন ৮.৩ ওভারে ২৬ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন। দারুণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমানও। ৮ ওভারে ৩৬ রান খরচায় তিন উইকেট নিয়েছেন তিনি। তরুণ স্পিনার শেখ মেহেদি হাসান ৩৪ রানে নিয়েছেন দুই উইকেট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন