বিজ্ঞাপন

বৃষ্টির দাপটে পিছিয়ে গেল প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল

October 22, 2020 | 5:16 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় অঝোর ধারায় ঝড়ছে হেমন্তের বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ৭২ ঘন্টা বৃষ্টির এই দাপট অব্যাহত থাকবে। আর সে কারণেই দুই দিন পিছিয়ে দেয়া হলো বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল ম্যাচটি।

বিজ্ঞাপন

আগের সূচি অনুযায়ী শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল শুক্রবার দুপুর ২ টায়। কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী তা শুরু হবে রোববার দুপুর দেড়টায়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

তামিম একাদশ, মাহমুদুল্লাহ একাদশ ও শান্ত একাদশ; এই তিন দলের অংশগ্রহণে গত ১১ অক্টোবর শুরু হয়েছিল বিসিবি প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্ট। গতকাল ছিল লিগ পর্বের শেষ ম্যাচ। যেখানে নাজমুল হোসেন শান্ত একাদশের কাছে হেরে গেছে তামিম ইকবাল একাদশ।

বিজ্ঞাপন

এই সুবাদে শিরোপা নির্ধারণী ম্যাচে নাজমুল হোসেন শান্ত একাদশের সঙ্গী হয়েছে মাহমুদুল্লাহ একাদশ। আগামী রোববারের ফাইনালের মহারণে লড়বে এই দুই দল। বাংলাদেশ টেলিভিশন খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন