বিজ্ঞাপন

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব

October 23, 2020 | 3:23 pm

স্পোর্টস ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে। জানা গেছে, অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে ভারতীয় কিংবদন্তির। কপিলের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ভারতীয় সাংবাদিক টীনা থ্যাকারে এক টুইট বার্তায় এই খবরটি জানিয়েছেন। তিনি লিখেন, ‘কিংবদন্তি কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দিল্লির একটি হাসপাতালে তার অ্যানজিওপ্লাস্টি হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

১৯৮৩ সালে ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো কপিল আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এক দশকের বেশি সময়। ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন ১৩১টি। তাতে ৫ হাজার ২৪৮ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ৪৩৪টি। পাশাপাশি ২২৫টি ওয়ানডে খেলে তাতে ৩ হাজার ৭৮৩ রানের সঙ্গে ২৫৩টি উইকেট নিয়েছেন।

সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার মনে করা হয় তাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন