বিজ্ঞাপন

দমের পরীক্ষা দিলেন ফুটবলাররা, চোখে ‘প্রতিশোধের আগুন’

October 24, 2020 | 7:01 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: নভেম্বরে নেপালের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে কুপার টেস্ট দিয়ে অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের ফুটবলাররা। সবশেষ দুই ম্যাচে হারের প্রতিশোধ নিতে চান সাদ-রহমত-সোহেলরা। নিজেদের প্রস্তুত করতে সবটুকু ঢেলে দেয়ার আশ্বাস ফুটবলারদের।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার (২৪ অক্টোবর) ১২ মিনিটের একটি রানিং সেশনে অংশ নিয়েছেন রহমত-সোহেলরা। ফিজিও ফুয়াদ হাসান হাওলাদারের অধীনে এই সেশনে অংশ নিয়েছেন জাতীয় দলের ডাক পাওয়া ৩৬ জনের মধ্যে ১৪ জন ফুটবলার।

অনুশীলন শেষে নেপালকে হারানোর বিষয়ে নিজেদের প্রতিজ্ঞার কথাজানালেন তারকা ফুটবলার সাদ উদ্দীন। বলেন, ‘তাদের বিপক্ষে শেষ দুইটা ম্যাচ হেরেছি। আমরা চাই ঘরের মাঠে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া। আমাদের সবার ইচ্ছা এক রকমই।’

বিজ্ঞাপন

মোট ১৯ ম্যাচের ১২টি জয় পেয়েছে লাল-সবুজরা। ছয়টি ম্যাচে হেরেছে। একটি ম্যাচে ড্র। তবে সাফ ফুটবলে সবশেষ দুটি ম্যাচই নেপালে কাছে হেরেছে বাংলাদেশ। নভেম্বরের ১৩ ও ১৭ তারিখ নেপালের সঙ্গে দুটি আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচে এই হার ফিরিয়ে দিতে আশাবাদী জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া।

তিনি বলেন, ‘কোনওকিছুই আসলে অসম্ভব নয়। আমরা যখন এশিয়ান গেমসে গেছিলাম আমরা কী ভাবতে পেরেছি কাতারের মতো দলকে হারিয়ে দিবো। অবশ্যই না। কারণ কাতারের যে র‍্যাংকিংটা আমরা তাদের থেকে অনেক পেছনে। কোনোও কিছুই অসম্ভব নয়, আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দেওয়ার। ভালো ফলাফল করার আশা রাখি ইনশাল্লাহ।’

প্রথম দিনের অনুশীলনে ১৪ জন দমের পরীক্ষা দেন ফুটবলাররা।

বিজ্ঞাপন

ফুটবলারদের কুপার টেস্ট নিয়ে ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার জানান, ‘আমরা গত কয়েকমাসে ফুটবলারদের যে টাস্ক দিয়েছিলাম তা দেখার জন্যই কুপার টেস্ট নিয়ে থাকি। তাদের স্ট্যামিনা, ফিটনেস-গতি এসব দেখে থাকি। কতটুকু ফিটনেস আছে সেটা দেখার জন্যই এই টেস্ট নিয়েছি।’

আরও কিছু ধাপ সম্পন্ন করে ফুটবলারদের ফিটনেস লেভেল চূড়ান্ত করা হবে জানান ফুয়াদ, ‘আমাদের ফিটনেসের ব্যাপারে আমরা অনেকগুলো প্রটোকল আমরা ফলো করি। এটা প্রথম ধাপ ছিল। পরবর্তীতে আরও কিছু স্টেপ ফলো করে সবকিছু সামারাইজ করে বলতে পারবো তারা কতটুকু ফিটনেস লেভে ধরে রেখেছে।’

জেমিসহ বিদেশি কোচরা ক্যাম্পে যোগ দিবেন ২৯ অক্টোবর। জামাল ভূঁইয়া যোগ দিবেন একই দিনে। তারিক কাজী ফিনল্যান্ড থেকে ঢাকায় এসে ক্যাম্পে যোগ দিবেন ২৮ তারিখ। বসুন্ধরা কিংসের ১২জন ফুটবলার ক্যাম্পে যোগ দিবেন ২৭ অক্টোবর।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন