বিজ্ঞাপন

খালেদার জামিন আদেশে বিচারকদের স্বাক্ষর

March 13, 2018 | 4:13 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দিয়ে হাইকোর্টের দেয়া আদেশের কপিতে স্বাক্ষর করেছেন দুই বিচারক। স্বাক্ষরের পর তা হাইকোর্টের সংশ্লিষ্ট দফতরে গেছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

খালেদা জিয়ার আরেক আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানান, স্বাক্ষরিত এই আদেশের কপি এখন পাঠানো হবে বিচারিক আদালত। এরপরেই বিশেষ জজ আদালত  ৫ এর ড. আখতারুজ্জামান আদালতে জামিননামা দাখিল করবেন খালেদার আইনজীবীরা। এই জামিননামা স্বাক্ষরের পরই তা তা যাবে কারা কতৃপক্ষের কাছে।

এর আগে, সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে ৪ মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালেএই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল করেন দুদক ও রাষ্ট্রপক্ষ। তবে দুপুরে তা স্থগিত না করে জামিন বহাল রাখেন সুপ্রিমকোর্টের চেম্বার জজ আদালত। একই সাথে আগামীকাল বুধবার এই আবেদন দুটি পূর্নাঙ্গ আপিল বেঞ্চে তা শুনানির জন্য আদেশ দেন আদালত।

সারাবাংলা/এজেডকে/জেডএফ

খালেদা জিয়ার জামিন বহাল
খালেদার জামিন স্থগিত চেয়ে আপিল

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন