বিজ্ঞাপন

ঢাবি এলাকা থেকে পচন ধরে যাওয়া মৃত নবজাতক উদ্ধার

October 28, 2020 | 5:41 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে একটি মৃত নবজাতক উদ্ধার করা হয়েছে। নবজাতকটির গায়ে পচন ধরেছিল। নবজাতকটির বয়স তিন থেকে চার দিন হবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে খোলা জায়গা থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা মৃত নবজাতকটিকে উদ্ধার করেন। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠানো হয়েছে।

উদ্ধারকারী প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, নবজাতকটির গায়ে পচন ধরেছিল। সেটিকে কাক ঠুকরে খাচ্ছিল। পরে প্রক্টর ও শাহবাগ থানার সঙ্গে যোগাযোগ করে লাশটি ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, নবজাতকটির বয়স তিন থেকে চার দিন হবে বলে ধারণা করছি। উদ্ধারের পরই সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে আমরা লাশটি ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

 

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন