বিজ্ঞাপন

শপথ নিলেন ঢাকা-৫-এর মনিরুল, নওগাঁ-৬-এর আনোয়ার

October 28, 2020 | 6:03 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে কাজী মনিরুল ইসলাম ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য হিসেবে মো. আনোয়ার হোসেন (হেলাল) শপথ নিয়েছেন। তারা দু’জনেই এই দুই আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয় পেয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। শপথগ্রহণ শেষে দুই সংসদ সদস্য সংসদ সদস্যদের শপথ বইয়ে সই করেন।

বিজ্ঞাপন

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে মো. হাবিবুর রহমান মোল্লা ও নওগাঁ-৬ আসনে মো. ইসরাফিল আলম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারাও দু’জনেই আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তাদের মৃত্যুতে আসন দু’টি শূন্য ঘোষণা করা হয়। পরে গত ১৭ অক্টোবর সংসদীয় আসন দু’টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রায় পৌনে পাঁচ লাখ ভোটারের ঢাকা-৫ (ডেমরা ও মতিঝিল) আসনের উপনির্বাচনে ভোট পড়ে ১০ শতাংশ। নির্বাচনে ৪৫ হাজার ৬৪২ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ পান ২ হাজার ৯২৬ ভোট।

একই দিন অনুষ্ঠিত নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে লাখো ভোটের ব্যবধানে জয় পান আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল। নৌকা প্রতীকে তিনি পান ১ লাখ ৫ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু পান ৪ হাজার ৫১৭ ভোট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

Tags: , , , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন