October 29, 2020 | 5:59 pm
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত ইসলাম ধর্মাবলম্বী নারী-পুরুষ কর্মকর্তা-কর্মচারী সবাইকে পর্দা মেনে চলার নির্দেশনা দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম। এ ক্ষেত্রে পুরুষদের টাখনুর ওপরে ও নারীদের টাখনুর নিচ পর্যন্ত পোশাক পরতে বলেছেন তিনি। নারীদের হিজাবও পরতে হবে।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. আব্দুর রহিম এই বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পুরুষদের টাখনুর ওপরে ও নারীদের হিজাবসহ টাখনুর নিচে পোশাক পরা আবশ্যক। ইসলাম ধর্মাবলম্বী নারী-পুরুষ সবাইকে পর্দা মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই আদেশে।
এর বাইরে ইনস্টিটিউটে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস চলাকালীন মোবাইল ফোন সাইলেন্ট মোডে বা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. আব্দুর রহিমের মোবাইল নম্বরে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানও ফোন রিসিভ করেননি।
সারাবাংলা/টিআর